বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ রাজু।
মহামারী করোনার দুর্যোগকালে আমের রাজধানী চাপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সে সময় চাঁপাইনবাবগঞ্জের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে অক্লান্ত পরিশ্রমের ফলে ডিসি মো. মঞ্জুরুল হাফিজ রাজুকে ‘দুর্যোগ ও সংকট মোকাবিলা’য় এ পদক দেওয়া হয়।
বর্তমানে ডিসি মো. মঞ্জুরুল হাফিজ রাজু নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক রহিমা আক্তার মঙ্গলবার দুপুরে জানান,শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ রাজুর হাতে প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এবার ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পেয়েছেন ৩১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে প্রশাসনের ২৭ কর্মকর্তা ও ৪টি সরকারি প্রতিষ্ঠান।
পদকপ্রাপ্তির পর ডিসি মঞ্জুরুল হাফিজ রাজু তার ফেসবুকে অনুভূতি ব্যক্ত করে লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা।”
বিডি প্রতিদিন/কালাম