ফেনীতে সেফটিক ট্যাংক বিস্ফোরণে তিন সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে শহরের নাজির রোড এলাকার রহুল আমিন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার পঞ্চকরন গ্রামের মৃত সৈয়দ আলী মুন্সির ছেলে নুর ইসলাম, মনিরুজ্জামান মুন্সি ও আবদুর রহমান। তারা ভবনটিতে নিচতলায় সেফটিক ট্যাংকের উপর থাকতেন। তারা সকলে দিনমজুরের কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, ভবনটি নির্মাণাধীন। সকাল ১১টার দিকে সেফটি ট্যাংকটিতে বিস্ফোরণ ঘটে। নির্মাণাধীন ভবন হলেও কয়েকটি ফ্ল্যাটে বাড়িওয়ালা ও ভাড়াটিয়া ছিল। সেফটিক ট্যাংকের উপরের রুমে কয়েকজন নির্মাণ শ্রমিক ছিল।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জনান, ট্যাংকে জমে থাকা গ্যাস বিস্ফোরণেই এই ঘটনা ঘটতে পারে। সম্ভবত ট্যাংকে মিথেন গ্যাস জমে ছিল। গ্যাস বের হওয়ার কোনো ব্যবস্থা ছিল না। বিস্ফোরণে নিচতলাসহ দ্বিতীয় তলার ছাদ ক্ষতিগ্রস্ত হয়। দু'জন শ্রমিককে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময় ফায়ার সার্ভিস কর্মীরা সেফটি ট্যাংকের ভেতর থেকে মৃত অবস্থায় আরেক শ্রমিকের লাশ উদ্ধার করে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. আসিফ ইকবাল বলেন, তিনজন শ্রমিককে মৃতদেহ ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছেন। লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা