নোয়াখালীর চাটখিলে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ (৩৮) লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার উত্তর চরমার্টিন গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।
মঙ্গলবার গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
এর আগে সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৮নং নোয়াখলা ইউনিয়নের রুহুল আমিনের পোলরে গোড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/কালাম