গোপালগঞ্জ সদরের কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামের যুবক রানা মোল্লা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে এলাকার কয়েকশ মানুষ মানববন্ধন করেছেন। মঙ্গলবার বেলা ১০ টায় সদর উপজেলার কাঠি বাজার এলাকার গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি হয়।
মানববন্ধনে নিহতের পরিবারসহ কাঠি ইউনিয়নের স্থানীয় কয়েকশ মানুষ অংশ নেয়। তারা রানা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত রবিবার গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রানা মোল্লা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। রানা গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামের মৃত বাদল মোল্লার ছেলে।
মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডে জড়িতরা যেন কোনোভাবে পার না পায় সে ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল