রাজশাহীর গোদাগাড়ীতে নিখোঁজের পরের দিন মোমিনুল ইসলাম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার গোগ্রাম ইউনিয়নের জগপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মোমিনুল ইটাহারী গ্রামের গোলাম মর্তুজার ছেলে। সে মাদকাসক্ত ও ঋণগ্রস্ত ছিল। তবে সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। মঙ্গলবার সকালে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
মোমিনুলকে কেউ হত্যা করে ফেলে গেছে বলে দাবি তার স্বজনদের।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা