শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলান নন্নি ইউনিয়নের নন্নি পোড়াগাঁও মৈত্রী কলেজ গেইটের সামনে থেকে সাগে চার কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে জামালপুর-শেরপুর জেলার দায়িত্বে থাকা র্যাব-১৪। ওই যুবক মোঃ আল-আমিন (৩৫), নালিতাবাড়ী উপজেলার বুনারপাড়া এলাকার এলাকার জনৈক আবুল হোসেনের পুত্র।
গতকাল বিকালের দিকে র্যাব- ১৪ এর অধিনায়ক আশিক উজ্জামান এবং র্যাবের সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার নেতৃত্বে একদল র্যাব সদস্যে জালে ধরা পড়ে ওই মাদক ব্যবসায়ি।উদ্ধারকরা গাঁজার বাজার মূল্য এক লক্ষ উনত্রিশ হাজার টাকা। র্যাব এর প্রেস ব্রিফিং এ এই তথ্য জাননো হয়েছে।
র্যাব-১৪ এর অধিনায়ক আশিক উজ্জামান বলেছেন, গ্রেফতারকৃত আল আমিন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে দীর্ঘদিন বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। অভিযুক্তের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ