রংপুরে কবি সাহিত্যিক ও সংস্কৃতিক কর্মীদের নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ব্যাবস্থাপনায় ও রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে ২দিন ব্যাপী সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি হলরুমে ২দিন ব্যাপী সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।
আনুষ্ঠানের আলোচনা সভায় রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিট পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু বকর সিদ্দিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক ফিরুজুল ইসলাম প্রমুখ। এ সময় রংপুর জেলা ও বিভাগীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও কবি সাহিত্যিক, সংস্কৃতিক কর্মী এবং স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সিনেমা প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার য়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এএ