মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ জন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাশির এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।
এসময় তাদের নিকট থেকে নগদ ৭৮ হাজার ২৮০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
আটককৃতরা হলেন আব্দুল মন্নান, আজাদ মিয়া, মো. উমর আলী, ময়না মিয়া, সফিক মিয়া, মনির হোসেন, কফিল মিয়া, রফিক মিয়া, খলিল মিয়া, চুনু মিয়া, সামছু মিয় ও ফরমান মিয়া।
শ্রীমঙ্গল থানার ওসি শামীম অর রশিদ তালুকদার বলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম