রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর বড়বাড়ি এলাকার আনোয়ার হোসেন একটি মামলায় রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। রংপুর মেট্রোপলিটন হাজীরহাট থানা এলাকার মধ্য অভিরামপুর শুকানচৌকি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোস্তাফিজুর রহমান সোহাগও কারাগারে ছিলেন। একই সঙ্গে থাকার সুবাদে আনোয়ারের সাথে সোহাগের সখ্যতা গড়ে উঠে। এই সুয়োগে সোহাগ তার পরিবার ও মামলা সম্পর্কে বিস্তারিত জেনে নেন।
এরপর জেল থেকে বের হয়ে আনোয়ারের বাড়িতে আসে সোহাগ। নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মামলার বিস্তারিত বলে আনোয়ারের স্ত্রী শামীমাকে নানা রকম হুমকি-ধামকি দেন। মোটা অঙ্কের টাকাও দাবি করেন। বিষয়টি শামীমা বেগম প্রতিবেশিদের জানান। এতে এলাকাবাসীর সন্দেহ হলে সোহাগকে আটক করে তারাগঞ্জ থানা পুলিশকে খবর দেন। সোমবার সন্ধ্যায় এলাকাবাসি সোহাগকে আটক করে তারাগঞ্জ থানায় সোপর্দ করেন। এ ঘটনায় আনোয়ারের স্ত্রী শামীমা বেগম ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টার একটি মামলা করেন।
তারাগঞ্জ থানা ওসি সুশান্ত কুমার সরকার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ