টাঙ্গাইলের ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। এই নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠ নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
আজ মঙ্গলবার দুপুর থেকে ইভিএমসহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম হস্তান্তর শুরু হয়। প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভোটকেন্দ্রগুলোতে নিয়ে যাচ্ছেন। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদলত টহলে আছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেছেন, নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সুষ্ঠু নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পুলিশ, আনসার সদস্য ও র্যাব বাহিনী কাজ করবে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।
বিডি প্রতিদিন/ফারজানা