মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের উত্তর থানার সামনে বাস উল্টে ১০ যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে দক্ষিণাঞ্চল থেকে আসা টঙ্গিপাড়া এক্সপ্রেস নামক একটি বাস মাওয়া উত্তর থানার সামনে এসে দ্রুতগতির কারণে উল্টে যায়।
এ দুর্ঘটনায় চালকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বাসটি অতিরিক্ত গতিতে ওভারট্রেকিং করার কারণে উল্টে যায়। আহতদের শ্রীনগরের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই দুর্ঘটনা কারণে প্রায় ঘণ্টা খানেক পদ্মা সেতুর ওপর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর