রংপুরের পীরগাছায় মাটির নিচে পুঁতে রাখা অর্ধগলিত লাশটি লিপি খাতুনের বলে দাবি করছেন তার তার পিতা রফিকুল ইসলাম ও ভাই শামীম মিয়া। লাশ উদ্ধারের পর সোমবার রাতে থানায় গিয়ে নিজের বোন বলে দাবি করেন ভাই শামীম মিয়া । শামীম মিয়া অনন্তরাম বড়বাড়ি এলাকার রফিকুল ইসলামের ছেলে। সোমবার দুপুরে উপজেলার তালুক ঈশাদ নয়াটারি গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ লিপি খাতুনের ছবি ও ভোটার আইডি কার্ড নিয়ে থানায় গিয়ে শামীম মিয়া জানান, গত ২৩ জুলাই সকাল অনুমান সাড়ে ৯টার দিকে লিপি খাতুন ( ৩০) নিজ বাড়ি হতে ঢাকা সাভারে গার্মেন্টস করার জন্য রওনা হন। তারপর হতে বাড়ির কারো সাথে তার যোগাযোগ নাই। ইতিপূর্বে লিপি খাতুনের একটি বিয়ে হয়েছিল নবীনগরে এক পুলিশের সঙ্গে। লিপি খাতুন ঢাকা সাভার গার্মেন্টসে চাকরি করতো। তার পরিবারের লোকজন ঢাকার সাভারেই থাকেন।
পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান জানান, মঙ্গলবার লাশটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারের লোকজন মরদেহের নাকে তিল দেখে তাকে শনাক্ত করেছে এবং তার পিতা রফিকুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাত নামা আসামি দিয়ে একটি মামলা দায়ের করছেন।
বিডি প্রতিদিন/এএ