নাটোরের লালপুরে নিজ বাড়ির উঠান থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টার দিকে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় বিজয়পুর মহল্লায় বাড়ির উঠানে নারীর লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। নিহত রাশেদা বেগম (৪৫) গোপালপুর পৌরসভার বিজয়পুর এলাকার মৃত আবু তাহেরের স্ত্রী।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত এসপি শরীফ আল রাজীব জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার বাড়ির পাশে পড়ে থাকা লাশ উদ্ধার করে।
রাশেদা বেগম বিধবা হওয়ায় তার বৃদ্ধ মায়ের সাথে সেখানে থাকতো এবং তার দুই ছেলে বিদেশে থাকে।
পুলিশ তদন্ত করছে এবং সিআইডি ক্রাইম ইউনিটের একটি দলও এটি হত্যা না আত্মহত্যা তা খুঁজে বের করতে কাজ করছে।
বিডি প্রতিদিন/এএম