রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার থেকে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান নিজ কর্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভোরে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ীর পাংশা উপজেলার পূর্ব বাগদুলী গ্রামের আফজাল মোল্লার ছেলে মো. আকবর হোসেন (৩৮), জামালপুর জেলার মছির উদ্দীনের ছেলে মো. মনিনুল (৩৫), মানিকগঞ্জ জেলার জিয়নপুর গ্রামের মজিবর রহমানের ছেলে মো. ইয়াকুব আলী (৩৮), লক্ষ্মীপুর জেলার সমশেরাবাদ গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. শহিন মোল্লা (২৭) এবং মানিকগঞ্জ জেলার পাড়াগ্রাম গ্রামের মো. রব্বানীর ছেলে মো. সুজন।
পুলিশ সুপার বলেন, ৪ জুলাই রাতে কালুখালী থানাধীন রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক থেকে একটি গরু ভর্তি ট্রাকে ডাকাতি করে ডাকার দলের সদস্যরা। এ ঘটনায় কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়। রাজবাড়ী জেলা পুলিশের একাধিক টিম কুষ্টিয়ার লালন শাহ সেতু থেকে ফরিদপুর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। সেসব ফুটেজ পর্যালোচনা করে ডাকাতদের চিহ্নিত করা সম্ভব হয়। দেশের বিভিন্ন স্থানে তাদের নামে ডজনখানেক মামলা রয়েছে বলে জানায় গেছে।
পুলিশ সুপার আরও বলেন, ডাকাতি করা এসব গরু কসাইখানায় বিক্রি করা হয়। দ্রুত সময়ের মধ্যে সেসব কসাইদের আইনের আওতায় আনা হবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. শাহ নেওয়াজ রাজু, সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহাসহ জেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম