উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে বাৎসরিক ২ হাজার ৮ শত মে. টন মাছের চাহিদার চেয়ে ৩ হাজার ৬৯২ মে. টন মাছ উৎপাদন হয়। এ হিসেবে বছরে উদ্বৃত্ত থাকে ৮৯২ মে. টন মাছ। উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল গাফফার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, এ উপজেলায় ১১ হাজার ৬২৩ টি পুকুর রয়েছে যার আয়তন ৬২৯ হেক্টর। এ পুকুর থেকে মাছ উৎপাদন হয় ১১ হাজার ৯৭ মে. টন। বেসরকারী জলমহাল (বিল) ০৭টি যার আয়তন-২৮৪ হেক্টর, মাছ উৎপাদন ১৪২ মে. টন। বেসরকারী প্লাবন ভূমি ১৪টি, আয়তন-৫৭০ হেক্টর, মাছ উৎপাদন হয় ৪২২ মে. টন। খালের সংখ্যা ৪০টি যার আয়তন ৩ হাজার হেক্টর, মাছ উৎপাদনের পরিমান ২৫৯ মে. টন। নদী খণ্ড ১টি যার আয়তন-৪ হাজার ২শত হেক্টর, আনুমানিক মাছ উৎপাদন ১ হাজার ৬৭২ মে. টন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান উপজেলা পরিষদের পুকুরে আজ আনুষ্ঠানিকভাবে পোনা অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল গাফফার,বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাবেক সাধারণ সম্পাদক লায়ন মো. শামীম সিকদার।
বিডি প্রতিদিন/হিমেল