চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. আশরাফুল ইসলাম (৫৩) নামে একজনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। দন্ডিত আশরাফুল ইসলাম হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি গ্রামের মৃত আব্দুল আজিজ মাস্টারের ছেলে।
মঙ্গলবার দুপুরে স্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আনজুমানারা বেগম জানান, ২০১৪ সালের ২৫ নভেম্বর শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি গ্রামে আসামী আশরাফুলের বাড়িতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রান্নাঘর থেকে প্লাষ্টিকের বস্তায় থাকা ৫৪০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এ ঘটনায় শিবগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মোঃ আঃ সবুর খাঁন বাদী হয়ে আশরাফুল ইসলামসহ তার অন্য ২ সহযোগি ফারুক ও পারভেজকে আসামী করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা আ. সবুর খাঁন ২০১৫ সালের ২০ মে আশরাফুল ইসলামকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিডি প্রতিদিন/এএম