ফরিদপুরের চরভদ্রাসনে গাজীরটেক ইউনিয়নের চর হাজীগঞ্জ বাজার সংলগ্ন চর হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠের অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুর একটা হতে বিকেল চারটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম তানজিলা কবির ত্রপা।
চর হাজিগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আযাদ আবুল কালাম বলেন, বিদ্যালয়ের মাঠে পঞ্চাশ শতাংশ জায়গা রয়েছে। যেখানে ষাটটি অবৈধ স্থাপনা গড়ে ব্যবসা করে আসছিল দখলদাররা। বিদ্যালয়ের পক্ষ হতে অনেকবার তাদের অনুরোধ করা হয় জায়গা ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু কোনক্রমেই তারা জায়াগা ছাড়ছিলেন না। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। সে অনুযায়ী প্রশাসনের পক্ষ হতে এ বছর ফেব্রুয়ারি মাসের চার তারিখ হতে চার দফা মাইকিং করা হয় স্থাপনা সড়িয়ে নেওয়ার জন্য। এ মাসের পঁচিশ জুলাইয়ের মধ্যে স্থাপনা সড়িয়ে নেওয়ার শেষ সময় দেওয়া হয়। মাইকিংয়ের পর পয়তাল্লিশটি ঘর স্বেচ্ছায় সড়িয়ে নেয় দখলদাররা। বাকি যারা ছিল আজ তাদের উচ্ছেদ করা হলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, মামলা সংক্রান্ত বিষয়টি যাচাই বাছাই করে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। ছাত্র শিক্ষক ও এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বিদ্যালয়ের জায়গা সহ বিদ্যালয়ের পুরাতন শহিদ মিনারটি দখলদারদের হাত হতে উদ্ধার করা। তাদেরকে বারবার সময় দেওয়া হয়েছে। অনেকেই স্বেচ্ছায় চলেও গিয়েছে। যারা জোড়পূর্বক বিদ্যালয়ের জায়গা দখল করেছিল আজ তাদের উচ্ছেদ করা হলো। সরকারী জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিজান অব্যহত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল