রাঙামাটির সাজেকে সড়ক দুর্ঘটনায় ৯জন আহত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট সড়কের নন্দারাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের সবাই স্থানীয় বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট সড়কের নন্দারাম এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি যাত্রীবাহী চাঁদের গাড়ি। পরে গাড়িটি উল্টে মারাত্মক আহত হয় যাত্রীরা। এসময় যাত্রী রবি চাকমার (৪০) ডান পা ও সামি উদ্দিনের (৪৭) বাম হাত ভেঙে যায়। বাকি যাত্রীরাও হয়েছে রক্তাত্ব। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে সেনা সদস্যরা। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এছাড়া যাদের অবস্থা আশংকাজনক তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
রাঙামাটি সাজেক থানার কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বলেন, যাত্রীসহ চাঁদের গাড়িটি বাঘাইছড়ি উপজেলার মাচালং থেকে আসে। পাহাড়ি সড়কের জন্য এটি একমাত্র বাহন স্থানীয়দের জন্য। দ্রুত গতিতে চলন্ত অবস্থায় ব্রেক করার কারণে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট সড়কের নন্দারাম এলাকায় উল্টে যায়। আর গাড়ি থেকে থাকা যাত্রীরা ছিটকে পড়ে আহত হয়। তবে কারোর মৃত্যু হয়নি। এ বিষয়টি পুলিশ তদন্ত করছে। এ ব্যাপারে মামলাও হয়নি। তবে গাড়িটি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল