ট্রান্সপারেন্সি ইনটারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নতুর প্রকল্প “পার্টিসিপেটরি অ্যাগেইস্ট করাপশনঃ টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্পের অবহিতরণ সভা দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় দিনাজপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
সভায় ১৯৯৬ সালে বাংলাদেশে টিআইবি প্রতিষ্ঠার পর থেকে এ যাবত প্রতিষ্ঠানটির সাফল্য ও অর্জনসমূহ তুলে ধরা হয়। সভায় বলা হয়, নতুন “পার্টিসিপেটরি অ্যাগেইস্ট করাপশনঃ টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি”(প্যাকটা) প্রকল্পের লক্ষ্য টেকসই উন্নয়ন অভীষ্ট(এসডিজি) অর্জনের জন্য দুর্নীতি হ্রাস এবং সেবা প্রদান কার্যাক্রমে শুদ্ধাচার বৃদ্ধি। এর প্রত্যাশিত দুইটি ফলাফল হলো সুশাসন শক্তিশালীকরণে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা প্রদানের মান এবং কর্মদক্ষতা উন্নয়ন ও দুর্নীতি মোকাবেলায় কার্যকর নীতি ব্যবস্থা শক্তিশালী করা।
সচেতন নাগরিক কমিটি-সনাক দিনাজপুর জেলা কমিটির সভাপতি প্রফেসর আব্দুর জলিল’র সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রতিষ্ঠানটি নতুন এই প্রকল্পের বিস্তারিত দিক তুলে ধরেন টিআইবি’র রংপুর ও রাজশাহী অঞ্চলের কো-অর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সচিন চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, সিভিল সার্জন ডাঃ মোঃ বোরহানুল ইসলাম, দিনাজপুর সনাকের সাবেক সভাপতি ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ সফিকুল হক ছুটু প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন