রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি মো. আব্দুল লতিফ শেখ (৭৬) পিটেয়ে হত্যার অভিযোগ উঠেছে বাদীপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে তাকে পিটেয়ে হত্যা করা হয় বলে জানিয়েছেন নিহতের পরিবার ও স্বজনেরা।
আজ বুধবার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। তার শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।
নিহতের পরিবারের সদস্যরা বলেন, জমি-জমা সংক্রান্ত একটি মামলায় আদালতের ওয়ারেন্ট ভুক্ত আসামী ছিলেন আব্দুল লতিফ শেখসহ অনান্যরা। আদালত থেকে তিনি জামিনে ছিলেন। ধার্য্য তারিখে তিনি আদালতে হাজির সম্পর্কে অবগত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সেই পরোয়ানার ভিত্তিতে থানা পুলিশ রাতে আসামী গ্রেফতারে যায়। এ সময় ইছাক শেখ ও সবুজ শেখ নামে দুই আসামীকে গ্রেফতার করে পুলিশ। তাকে গ্রেফতারের কথা চিন্তা করে বাড়ী থেকে বের হয়ে যায় মো. আব্দুল লতিফ শেখ (৭৬)। এ সময় মামলার বাদী মো. আনোয়ার হোসেনের লোকজন তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে জানা যায়।
নিহতের ছেলে আলমগীর শেখ জানান, তার বাবা গ্রামে সহজ সরল মানুষ। পুলিশের ভয়ে আমার বাবা বাড়ী থেকে পালিয়ে যায়। পরে মামলার বাদীপক্ষের লোকজন আমার বাবাকে হত্যা করেছে। আমি হত্যা মামলা দায়ের করবো।
বাদী পক্ষের এক নারী বলেন, বৃদ্ধ মানুষকে কেন আমাদের লোকজন মারতে যাবে। পুলিশের ভয়ে পালিয়ে যেতে চেয়েছিলেন তিনি। হয়তো কোন কিছুর সাথে বাধাপ্রাপ্ত হয়ে অথবা স্ট্রোক করে তিনি মারা যেতে পারেন।
রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, মো. আব্দুল লতিফ শেখের মরদেহ পুলিশ রাজবাড়ী মর্গে পাটিয়েছে। পরবর্তীতে আইন মেনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ