কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত আশরাফুল নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত আশরাফুল গত ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি চিলমারী উপজেলার বালাবাড়ীহাট খাদ্য গুদাম এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, গত শুক্রবার (২২ জুলাই) ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা ফাহমিদা হক নামের বাসটি রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের বেইলি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটো চালক রফিকুল ইসলাম এর ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আশরাফুলসহ আরো ৩জন। এরপর আহতদের মধ্যে চিকিৎসার জন্য গুরুতর অসুস্থ আশরাফুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। টানা ৫দিন পর আহত আশরাফুল মৃত্যুর কোলে ঢলে পড়লেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন