মানিকগঞ্জের ঘিওর উপজেলার সোলধারা গ্রামে স্ত্রী হত্যার আসামি স্বামী রুপকে গ্রেফতার করেছে ঢাকা ও মানিকগঞ্জ সিআইডির যৌথ বাহিনী। আজ সকালে কেরানীগঞ্জ নদীর পার থেকে তাকে গ্রেফতার করা হয়। মানিকগঞ্জ সিআইডি তদন্ত কর্মকর্তা মনির হোসেন জানান ঢাকা ও মানিকগঞ্জ সিআইডির যৌথ অভিযানে ঘাতক স্বামী রুপককে কেরানিগঞ্জ থেকে গ্রেফতার কর হয়।
গ্রেফতারের পর আসামিকে আমাদের নিকট হস্তান্তর করা হয়। আমাদের হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরন করা হবে। উল্লেখ্য গত বৃহস্পতিবার ঘিওর উপজেলার সোলধারা গ্রামের স্বামী রুপকের বাড়ি থেকে স্ত্রী সুমী আক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। মেয়েকে হত্যার অভিযোগে স্বামী রুপকের বিরুদ্ধে ঘিওর থানায় মামলা করেন সুমীর বাবা রহম আলী। হত্যাকান্ডের পর থেকে স্বামী রুপক পলাতক ছিল। অবশেষে তাকে ঢাকা ও মানিকগঞ্জ সিআইডির যৌথ অভিযানে কেরানিগঞ্জ থেকে প্রেপ্তার কর হয়।
বিডি প্রতিদিন/এএ