মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে সদর উপজেলার রায়শ্রী এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ওয়াহিদ মিয়া সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার মহসিন মিয়ার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার এসআই সেলিম আহমদ জানান, ওয়াহিদ মিয়া মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। রায়শ্রী এলাকায় একটি বালু ভর্তি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এএম