গাজীপুরের কালিয়াকৈরে বারবাড়িয়া এলাকায় বিদ্যুতায়িত মাছ ধরার যন্ত্র দিয়ে বিভিন্ন বিলে গিয়ে ব্যটারী দিয়ে বিদ্যুৎ তৈরি করে পানিতে তার দিলে বিভিন্ন প্রজাতির মাছ শট খেয়ে মরে পানিতে ভেসে ওঠে। পরে তারা সেই মাছ সংগ্রহ করে বাজারে বিক্রি করে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় আব্দুল রাজ্জাক ও নিখিল চন্দ্র রাজ বংশি দুই জনকে পাঁচ হাজার করে মোট দশ হাজার জরিমানা করেন। পরে তাদের নিকট থেকে মাছ ধরার বিদ্যুতায়িত যন্ত্র জব্দ করেন। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সলিমুল্লাহসহ মৎস্য অফিসের বিভিন্ন কর্মকর্তাও প্রশাসনিকের বিভিন্ন কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, বিদ্যুতায়িত যন্ত্র দিয়ে মাছ মারছিল এ ঘটনায় দুইজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে । আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম