শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করে জয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থী শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও ভোটাদের উপস্থিতি ছিল অপেক্ষাকৃত কম।
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভায় বুধবার সকাল ৮টা থেকে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। ভোট গ্রহণের শুরু থেকেই নির্বাচন কর্তৃপক্ষসহ আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের কারণে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলেও সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল অপেক্ষাকৃত কম।
সবমিলিয়ে দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এদিকে দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু ৭ হাজার ৯২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারিন হোসেন পেয়েছেন ৪ হাজার ৭৩২ ভোট।
দেওয়ানঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুন্নাহার শেফা জানান, দেওয়ানগঞ্জ পৌর নির্বাচনে ৩২ হাজার ২১৮ জন ভোটারের মধ্যে ১৮ হাজার ৮২৪ জন তাদের ভোটারধিকার প্রয়োগ করেছেন, তবে এর মধ্যে ৫৬টি ভোট বাতিল হয়েছে। সে হিসেবে ৬২ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। আর এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শেখ মোহাম্মদ নুরুন্নবী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বিডি প্রতিদিন/এএম