ময়মনসিংহের ফুলপুরে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ বুধবার এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল, কেক কাটা, আনন্দ মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। তিনি আনন্দ মিছিলে যোগ দেন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন।
ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান-২ আব্দুল খালেক, উপজেলা যুবলীগের সভাপতি মেয়র শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল হাসান টিটু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর