মাদারীপুরে গণঅধিকার পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন কাজী সাইফুল ইসলাম এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন কাজী ইউসুফ। আগামী ৬ মাসের জন্য এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক কাজী সাইফুল ইসলাম শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
গণঅধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া এবং সদস্য সচিব নুরুল হক নুর এই কমিটির অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে। আগামী ৬ মাসের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান আহ্বায়ক কাজী সাইফুল ইসলাম। এছাড়াও আগামীতে মাদারীপুরের প্রতিটি উপজেলা ও ইউনিয়ন কমিটিও গঠন করা হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল