মানিকগঞ্জের সিংগাইর থেকে সালেহা বেগম (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত সালেহা বেগম সিংগাইরের চান্দহর ইউনিয়নের মাধবপুর এলাকার সিদ্দিক মিয়ার স্ত্রী।
সিংগাইরের শান্তিপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো.জাকির হোসেন জানান, ভোরে নিজ বাড়িতে লাশ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। তিনি আরও বলেন, নিহত সালেহা বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। কিন্তু চিকিৎসার পরও সুস্থ্য হচ্ছিলেন না।
বিডি প্রতিদিন/এএ