সুনামগঞ্জের ছাতকে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষককের মাঝে আমন ধানের বীজ বিতরণ করেছে বিএনপি। সোমবার বিকালে উপজেলা সদরের রহমতবাগ এলাকায় ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ৫০০ জন কৃষকের মাঝে জেলা বিএনপি পক্ষ থেকে এ বীজ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।
ছাতক পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সহ-সভাপতি মল্লিক মঈন উদ্দিন সোহেল, নাদির আহমদ, রেজাউল হক, আনিসুল হক, আবুল কালাম, শামসুল হক নমু, যুগ্ম সম্পাদক মোনাজ্জির হোসেন সুজন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন, উপজেলা বিএনপি নেতা শামসুর রহমার শামসু, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ