মুন্সীগঞ্জের শ্রীনগরে এক সাপুড়ের কাছ থেকে ২৫ হাজার ৭১ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১০। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকা থেকে সাপুড়ে আসলামকে (৫৪) আটক করে র্যাব।
র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল জানতে পারে একজন সাপুড়ে তার সাপুড়ে পেশার আড়ালে মাদকদ্রব্য ইয়াবা পাচার করছে। এর ভিত্তিতে র্যাব গতকাল সোমবার রাত ৮টার দিকে শ্রীনগর উপজেলার ছনবাড়ী চৌরাস্তায় অবস্থান নেয়। এ সময় সাপুড়ে আসলামকে আটক করা হয়। তার কাছে থাকা সাপের বাক্স তল্লাশি করে দেখা যায়, সাপের বাক্সের মধ্যে উপরে সাপ রেখে তার নিচে অভিনব কায়দায় আলাদাভাবে তৈরি করা বক্সে থেকে ২৫ হাজার ৭১ পিস ইয়াবা রয়েছে।
র্যাব আরও জানায়, সাপুড়ে আসলাম দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে রাজধানীসহ বিভিন্ন স্থানে সরবরাহ করতো। তিনি লৌহজং উপজেলার মৌছামান্দ্রা এলাকার বেদে সম্প্রদায়ের আবুল হাশেমের ছেলে।
শ্রীনগর থানায় আসলামের বিরুদ্ধে আজ মঙ্গলবার মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        