ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ কেজি গাঁজাসহ মো. সেলিম মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গাঁজাবহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার তালশহর (পূর্ব) ইউনিয়নের অষ্টগ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সেলিম সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামের মো. কফিল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা এলাকা থেকে গাঁজা বোঝাই সিএনজিচালিত অটোরিকশাটি অষ্টগ্রাম বাজারের কাছে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অটোরিকশা আটক করে। এ সময় অটোরিকশায় থাকা দু’জনের মধ্যে একজন পালিয়ে যায়।
পুলিশ মাদক ব্যবসায়ী সেলিম মিয়াকে গ্রেফতার করে। পরে অটোরিকশায় তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, গ্রেফতার সেলিম মিয়াকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই