পাঁচ কোটি টাকা মুক্তিপণের দাবিতে খুলনার সোনাডাঙ্গা বাইপাস এলাকা থেকে মো. নিরু মোল্লা (৫০) নামের এক ব্যবসায়ীকে অপহরণের পর উদ্ধার করা হয়েছে। নিরু মোল্লা গোপালগঞ্জের বিজয়পাশা এলাকার ব্যবসায়ী।
খবর পেয়ে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে খুলনার হরিনটানা এলাকা থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার ও পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করে। বুধবার র্যাব কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- গোপালগঞ্জের রাজু শেখ (২৫), নড়াইলের সাইফুল ইসলাম (৩০), হোজাইফা আল বারী (২৮), খুলনা দৌলতপুরে রানা বেগ (৩০) ও লবনচরা এলাকার রাসেল মৌলঙ্গী (২৮)।
র্যাব জানায়, গত ২ আগষ্ট সকালে ব্যবসায়ী নিরু মোল্লা গোপালগঞ্জ থেকে ব্যক্তিগত মাইক্রোবাসে ব্যবসায়ীক কাজে খুলনায় আসেন। সকাল সাড়ে সাতটায় ৮/১০ জন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে গাড়িটির গতিরোধ করে। তারা গাড়ির দরজা খুলে নিরু মোল্লাকে জীবননাশের হুমকি দিয়ে অপহরণ করে খুলনার বিভিন্ন স্থানে নিয়ে ঘোরাঘুরি করে। এক পর্যায়ে অপহরণকারীরা পাঁচ কোটি টাকা মুক্তিপণ দাবী করলে নিরু মোল্লা ৫০ লাখ টাকা দিতে রাজি হয়। তিনি তার ম্যানেজার মাফিকুলকে ফোন দিয়ে ৫০ লাখ টাকা পাঠিয়ে দিতে বলেন। কিন্তু তার স্ত্রী ও বড় ভাই তাৎক্ষণিক ঘটনাটি র্যাবকে অবহিত করলে তারা উদ্ধার অভিযান শুরু করে। গ্রেপ্তারকৃতদের হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম