ভারতের আজমির শরিফ মাজার জিয়ারতে রওনা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আর্ন্তজাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে তিনি ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেন।
ভারতে প্রবেশের পূর্বে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তের অতিথিশালায় মাজার জিয়ারতে যাওয়ার তথ্য নিশ্চিত করেন মেয়র আইভী নিজেই।
তার আগে সকালে নারায়ণগঞ্জ থেকে সড়কপথে ২৬ জন সফরসঙ্গী নিয়ে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছান মেয়র আইভী। চেকপোস্টের কার্যক্রম শেষে দুপুর সোয়া ১ টার দিকে ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে ভারতে প্রবেশ করেন।
মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জানান, ত্রিপুরা রাজ্যের আগরতলাতে তার এক নিকটাত্মীয়ের বাড়িতে রাত্রী যাপন করবেন। বৃহস্পতিবার সকালে তিনি আগরতলা বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দর দিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানে সফরসঙ্গীদের নিয়ে জয়পুরে যাত্রা বিরতি করবেন। সেখান থেকে তারা আজমির শরিফে খাজা মঈনউদ্দিন চিশতীর মাজার জিয়ারত করবেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সফরসঙ্গী হিসেবে সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও সংরক্ষিত (১৬, ১৭ ও ১৮) ওয়ার্ডের নারী কাউন্সিলর ভিভা হাসান, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম এবং জেলা যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও পরিবারের নিকটাত্মীয়সহ ২৬ জন সফরসঙ্গী রয়েছেন।
ভারত সফর শেষে আগামী ১৪ আগস্ট আকাশপথে সরাসরি ঢাকায় ফেরার কথা রয়েছে মেয়র আইভীর। বিডিপ্রতিদিন/কবিরুল