ময়মনসিংহের ভালুকায় সেভেন স্টার হোটেল নামে একটি খাবার হোটেলের তরকারিতে তেলাপোকা পাওয়ায় কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, স্থানীয় সাংবাদিক শফিউল্লাহ আনসারী কয়েকজন শিক্ষককে নিয়ে খাবার খেতে গেলে খাশির গোস্তের তরকারির ভেতরে তেলাপোকা দেখতে পান। বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে অবগত করলে তারা তাদের সাথে খারাপ আচরণ করে।
পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনকে অবগত করলে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সেভেন স্টার হোটেল কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ ব্যাপারে হোটেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এমআই