বরিশালে সামসুন্নাহার নিপা (২৫) নামে এক সাংস্কৃতিক কর্মী আত্মহত্যা করেছেন। বুধবার সকালে নগরীর উত্তর মল্লিক রোডের বোনের বাসা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত সামসুন্নাহার বরিশাল নগরের উত্তর মল্লিক রোডের জাহান ম্যানসনের মৃত ফজলুল করিমের মেয়ে এবং উদীচী বরিশালের একজন সংগঠক ছিলেন। তিনি নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছিলেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শ আকলিমা বেগম জানান, ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নিপার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে নিপা। তবে তার আত্মহত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।
কোতয়ালি মডেল থানার ওসি মো. আজিমুল করিম জানান, প্রাথমিক তদন্তে বিষয়টি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে আত্মহত্যার আগে মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নিপা। সেখানে লিখেছে ‘সব প্রস্থান বিদায় নয়...’। এর আগে, ২৫ জুন তার ৫৯টি ছবি পোস্ট করেছিলেন নিপা।
বিডি প্রতিদিন/এএম