যশোরে গরুর জন্য বিচালি কাটতে গিয়ে মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের জয়নগর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। মৃত দুই ভাই হলেন ওই গ্রামের খেলাফত মোল্যার ছেলে তৌহিদুল ইসলাম (৪২) ও রুহুল আমিন (৩৮)।
মৃত তৌহিদুল ইসলামের ভাইরাভাই জিল্লুর রহমান জানান, রুহুল আমিন গরুর জন্য বিচালি কাটার মেশিনে বিচালি কাটছিলেন। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে রুহুল আমিন তাকে উদ্ধার করতে যান এবং তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরাত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শুভাশিষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই ব্যক্তি মারা যান। মরদেহদুটি হাসপাতালে মর্গে রয়েছে।
বিডি প্রতিদিন/এএ