নেত্রকোনার সীমান্ত উপজেলা দুর্গাপুরের পাহাড়ি জনপদে আবারও উদ্ধার হওয়া দুটি অজগর ফিরলো বনে। পাহাড়ি ঢলে ভেসে আসা পরপর দুইটি অজগরের বাচ্চাকে উদ্ধার করে বনে অবমুক্ত করেছে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অব সুসংয়ের সদস্যরা। লোকালয়ে এসে বিপাকে পড়া দুই অজগর বনে ছেড়ে দিয়ে খুশি স্বেচ্ছাসেবকরাও।
জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ফারাংপাড়া গ্রামের সোমেশ্বরী নদীর বালুচর থেকে প্রায় তিন ফুট লম্বা একটি অজগরের বাচ্চা উদ্ধার করেন স্বেচ্ছাসেবকরা। এর আগে গত সোমবার সন্ধ্যায় পৌর শহরের শিবগঞ্জ এলাকার সোমেশ্বরী নদীর পাড় থেকেই অপর একটি ইন্ডিয়ান পাইথন প্রজাতির প্রায় চার ফুট লম্বা অজগর সাপটি উদ্ধার করেন সংগঠনের সদস্যরা।
গেল কয়েকদিনের বৃষ্টিতে সোমেশ্বরী নদীতে উজান থেকে নেমে আসা ঢলে বিভিন্ন গাছপালার সঙ্গে অজগরের বাচ্চাগুলোও ভেসে আসে। লোকালয়ে সাপ দুটি দেখে এলাকার মানুষেরা বন্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠনের সদস্যের জানান। খবর পেয়ে স্বেচ্ছাসেবকরা অজগর দুটি উদ্ধার করে বনে অবমুক্ত করেন।
গত আড়াই বছর ধরে বন্যপ্রাণী রক্ষায় কাজ করে যাওয়া সংগঠনটি ইতোমধ্যে ১২টি অজগর, ৬টি লজ্জাবতী বানর, ২টি সন্ধি কাছিম, ১টি মেছো বাঘের ছানা, ১টি শেয়াল, ৬ টি গন্ধগুকুল, ১ টি গ্রীন পিট ভাইপার সাপসহ অসংখ্য প্রাণী উদ্ধার করে বনে অবমুক্ত করেছেন।
সংগঠনের সভাপতি রিফাত আহমেদ রাসেল জানান, তারা এ পর্যন্ত ৩০টি রেসকিউ অপারেশনের মাধ্যমে ১২টি অজগরসহ অসংখ্য বন্যপ্রাণী উদ্ধারের পর বনে অবমুক্ত করেছেন। এছাড়া উজান থেকে লোকালের ভেসে আসা বন্যপ্রাণীদের উদ্ধারে আমাদের প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন তারা। এই প্রচারণার ফলেই মানুষের মাঝে সচেতনা সৃষ্টি হচ্ছে। এখন আর কেউ কোনো প্রাণীকে প্রাণে মারেন না। ইতোমধ্যে স্থানীয়দের মাঝেও তৈরি হওয়া সচেতনতাবোধের কারণে স্বেচ্ছাসেবকদের খবর দিয়ে সহযোগিতা করছেন অনেকেই।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ