ভোলায় বিএনপি-পুলিশের সংঘর্ষে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল কর্মী রহিমের হত্যার বিচার চেয়ে আজ বৃহস্পতিবার শহরে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করে ভোলা জেলা বিএনপি।
সকাল থেকেই শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। সীমিত আকারে যানবাহন চলাচল করছে। লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে দোকানপাট বন্ধ আছে।
দলীয় কর্মীদেরকে দলীয় কার্যালয়ের সামনে থেকে বাংলাস্কুল মোড় পর্যন্ত খণ্ডখণ্ড মিছিল করতে দেখা যাচ্ছিল। সকাল ৮টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর জানান, তারা শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন করছেন। জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে।
ভোলা সদর মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন জানিয়েছেন, তারা সতর্ক অবস্থায় আছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশের পাশাপাশি ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
ভোলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী সুজা জানান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে তারা প্রস্তুত রয়েছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ