বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা সমপানী হয়েছে গাজীপুরে। বৃহস্পতিবার বিকালে জয়দেবপুর রাজবাড়ী মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান।
ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিমের সভাপতিত্বে ও শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মীর মোহাম্মদ বজলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক মো: সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে রাথুরা বিটে সামাজিক বনায়নের আওতায় উপকারভোগীদের লভ্যাংশের চেক বিতরণ করেন জেলা প্রশাসক। মেলায় অংশগ্রহণকারী সেরা নার্সারী মালিকদের পুরষ্কার প্রদান করেন।
বিডি প্রতিদিন/এএম