খুলনার পাইকগাছা কপিলমুনিতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে চুরি হওয়া মোবাইল ফোন, মানিব্যাগ ও টাকা চুরির ঘটনায় জড়িত পকেটমার ইসহাক শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাকে খুলনার রূপসা এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার জজ আলী শেখের স্ত্রী।
জানা যায়, গত ২ আগস্ট কপিলমুনি বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এসময় অতিরিক্ত ভিড়ের সুযোগে ওই পকেটমার কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যুগল কিশোরের পকেট থেকে ১৮০০ টাকা এবং কপিলমুনি প্রেসক্লাবের সেক্রেটারি আবদুর রাজ্জাক রাজুর মোবাইল ফোন হাতিয়ে নেয়।
পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, মুখে মাস্ক থাকায় ওই ব্যক্তিকে প্রথমে শনাক্ত করা যায়নি। পরে খোঁজ-খবর নিয়ে তাকে রূপসা থেকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন