মাগুরায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত ও ৫টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বাহারবাগ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামে সামাজিক বিরোধকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে সাইমুদ্দিন চুন্নু ও সাদ্দাম হোসেনের সমর্থকদের উত্তেজনা চলে আসছিল। গত মঙ্গলবার দুপুরে সাদ্দাম হোসেনের সমর্থক আমিনুর রহমানকে পার্শ্ববর্তী আমুড়িয়া বাজার থেকে বাড়িতে ফেরার পথে গোপালগ্রাম আবেদ আলী দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে প্রতিপক্ষ চুন্নু সমর্থকরা তাকে পিটিয়ে জখম করে। এ সংবাদ ছড়িয়ে পড়লে ওইদিন মঙ্গলবার বিকালে সাদ্দাম হোসেনের সমর্থকরা সাবেক চেয়ারম্যান লিয়াকত মুন্সী, সলিম সর্দার, তুহিনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে চুন্নুর সমর্থকরা অর্তকিত হামলা চালিয়ে সাদ্দাম সমর্থক বাদশা মিয়া, আনোয়ার হোসেন, কাজল, ইমরান, মিজান, হারুন ও ইদ্রিসকে কুপিয়ে আহত করে। এসময় চুন্নু সমর্থক রউফ ও নায়েবকে প্রতিপক্ষরা কুপিয়ে আহত করে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় চিকিৎসা নিয়েছে।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণ দাস জানান, বাহারবাগ এলাকায় মারামারি ঘটনায় ১০ জন আহত ব্যক্তিকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে বাদশা ও আনোয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে কোন অনাকাংখিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/এএম