মানবপাচার মামলায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়ন পরিষদের সদস্য তানভীর আহমেদ মিলনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার তানভীর উজ্জলপুর গ্রামের সাজু মিয়ার ছেলে এবং নাটিমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, মানবপাচার মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তানভীর আহমেদ মিলনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন