রাজশাহী মহানগরে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে নয়জন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। আর ছয়জনকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধে অপর একজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার সকালে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম এ তথ্য জানিয়ে বলেন, মহানগর পুলিশের অভিযানে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বোয়ালিয়া মডেল থানা পুলিশ একজন, রাজপাড়া থানা পুলিশ দুজন, চন্দ্রিমা থানা পুলিশ একজন, মতিহার থানা পুলিশ একজন, কাটাখালী থানা পুলিশ দুজন, বেলপুকুর থানা পুলিশ একজন, শাহ মখদুম থানা পুলিশ তিনজন, পবা থানা পুলিশ দুজন, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ একজন, কর্ণহার থানা একজন, দামকুড়া থানা একজনকে গ্রেফতার করেছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে তিন গ্রাম হেরোইন, ২৮০ গ্রাম গাঁজা ও নয় বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন