নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছে ঝুলন্ত অবস্থায় হাত ও মুখ বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ছনপাড়া এলাকা থেকেলাশটি উদ্ধার করে পুলিশ। তবে নিহতের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাহ হোসেন জানান, নিহতের হাত ও মুখ বাঁধা ছিল এবং লাশটি গাছে ঝুলছিল। তবে সুরতহালে দেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্ররণ করা হবে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতেও কাজ শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ