৮ আগস্ট, ২০২২ ২০:৫৬

ফুলপুরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

ফুলপুরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

ময়মনসিংহের ফুলপুরে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর পৌনে ১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, ময়মনসিংহ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী এসএম বাবুল, ফুলপুর উপজেলা সার ও বীজ বিক্রয় কমিটির সভাপতি গোলাম মর্তুজা লাল মিয়া তালুকদার, বিএডিসি সার ডিলার শাহ মোহাম্মদ আলী, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল ও এটিএম রবিউল করিম রবি প্রমুখ।

এসএম বাবুল বলেন, আন্তর্জাতিক বাজারে সকল পণ্যের দাম বৃদ্ধির কারণে সরকার ইউরিয়া সারের দাম বৃদ্ধি করেছে। দাম যতই বৃদ্ধি পাক আমরা সরকার নির্ধারিত মূল্যেই বিক্রি করবো। কেউ কোনো কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, তেলের দাম বৃদ্ধি পাওয়ায় গাড়ি খরচ বেড়েছে বলে ডিলারদের কমিশনটা একটু বাড়ানোর সুপারিশ করতে ইউএনও’র নিকট দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এসময় বিসিআইসির ১২ জন ও বিএডিসির ২৮ জন ডিলারের অনেকেই উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর