বাগেরহাটের শরণখোলা উপজেলায় মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় দেয়া ২১৯ জন মৃত মুক্তিযোদ্ধাদের নামের ডিজিটাল সনদ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে এ সনদ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী।
রায়েন্দা ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ খালেক খানের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ