ফেনীর সোনাগাজীতে পূর্ব শত্রুতার জেরে যুবলীগ নেতা আমির হোসেন খোকনের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে হাতুড়িপেটা করার অভিযাগ পাওেয়া গেছে। শনিবার দুপুরে সোনাগাজী পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন খোকন রেফ্রিজারেটরে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা খোকনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৭/৮ জন যুবক খোকনের দোকানে প্রবেশ করে তাকে পিটুনি দিয়ে দোকানের বাইরে নিয়ে আসে। পরে হাতুড়ি দিয়ে তাকে এলোপাথারি পিটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আহতের ভাই ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহাগ জানান, তার ভাই খোকন চরচান্দিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি রাজনীতির পাশাপাশি সোনাগাজী বাসস্ট্যান্ডের খোকন রেফ্রিজারেটর নামে একটি দোকান দিয়ে ব্যবসা করেন। স্থানীয় কিছু সন্ত্রাসী গত কয়েকদিন যাবৎ তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে নিরাপত্তা চেয়ে তিনি (১২ আগস্ট) শুক্রবার রাতে সোনাগাজী মডেল থানায় একটি জিডি করেন। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। শনিবার বেলা ১ টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গিয়ে ১০-১২ জন সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে তাকে প্রথমে বাঁশের লাঠি ও পরে হাতুড়িপেটা করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
শনিবার রাতেই খোকনের ভাই দেলোয়ার হোসেন সোহাগ বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭/৮ জনের নামে অভিযোগ দায়ের করেন।
সোনাগাজী মডেল থানার ওসি হোসেন দাইয়্যান বলেন, আধিপাত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বিরোধের বিষয়ে পুলিশ অবগত রয়েছে। প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির ভাই লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল