টাঙ্গাইলের সখীপুরে সাড়ে দশ লক্ষ টাকা জরিমানাসহ সাত মাসের সাজাপ্রাপ্ত শফিকুল ইসলাম (৪০) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যেরাতে সখীপুর ও ভালুকা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে সখীপুর উপজেলার কচুয়া পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুস সবুর মিয়ার ছেলে এবং কচুয়া বাজার হাট ইজারাদার সমিতির সাবেক সভাপতি।
পুুলিশ জানায়, জরিমানাসহ দন্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। মোবাইল ফোন ব্যবহারের সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যেরাতে তাকে আটক করা হয়।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, সাড়ে দশ লক্ষ টাকা জরিমানাসহ সাত মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ