গাজীপুরের কলিয়াকৈর মাথালিয়া এলাকায় রবিবার দুপুরে পানিতে ডুবে রাহিম হোসেন নামে এক দশম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ওই স্কুলছাত্রসহ চার বন্ধু মিলে মাথালিয়া এলাকায় বিলের মধ্যে গোসল করতে আসে। এসময় তিনজন গোসল করতে নামে সকলেই পানি থেকে উঠলেও রাহিম হোসেন পানি থেকে উঠতে পারেনি। পরে বন্ধুসহ আশেপাশের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসের খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন খোঁজাখুঁজি করে পানির থেকে নিহতের লাশটি উদ্ধার করেন। মৃত স্কুল ছাত্র রাহিম হোসেন অঞ্জনা মডেল হাই স্কুলের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, মৃতের
লাশ পানি থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ