চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়েরকৃত মামলা উঠিয়ে নিয়ে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন মামলার বাদিসহ আহত যুবলীগ নেতার পরিবার।
জানা গেছে, গত ১৪ আগস্ট রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মো. আইনুল ইসলামের ছেলে সোনা মসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মচারী ও ওয়ার্ড যুবলীগের সদস্য মিজানুর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করে কতিপয় মাদক ব্যবসায়ী। বর্তমানে আহত যুবলীগ নেতা চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় পরের দিন শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশি তদন্ত শেষে গতকাল শনিবার মামলাটি রেকর্ড করা হয়। এদিকে মামলা রেকর্ডের পর আসামিরা মামলাটি তুলে নিতে বাদীপক্ষকে হুমকি দিচ্ছে। এতে বাদিসহ তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানান বাদি মো. মিজানুর রহমান।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর